লালপুরে ওসমান হাদির হত্যার প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল



আবু তালেব,লালপুর  (নাটোর) প্রতিনিধি :
সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নাটোরের লালপুরে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি লালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহনী চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন একজন দেশপ্রেমিক কণ্ঠস্বর। তার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ফ্যাসিবাদী শক্তির পতনের পর থেকেই পরিকল্পিতভাবে বিপ্লবী ও সচেতন মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। তারা আরও বলেন, দেশের জনগণ আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না এবং বাংলাদেশকে কারো স্বার্থে বিক্রি করে দেওয়া যাবে না।

বক্তারা অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ হাসান, লালপুর উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি সামিউল ইসলাম, লালপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের আরাফাত, ছাত্রদল নেতা ওবায়দুল এবং লালপুর উপজেলা মডেল মসজিদের ইমাম সাজ্জাদুর রহমান।
أحدث أقدم