লালপুর দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী



আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি:
আদর্শ নাগরিক তৈরীর অঙ্গীকার, এই স্লোগান সামনে রেখে নাটোরের লালপুর দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি ভবনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভেল্লাবাড়ীয়া দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি  ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান উজ্জ্বল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌর পি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির ব্যাস্থাপনা পরিচালক হাসানুজ্জামান বুলবুল, লালপুর হাজিরহাট ভবািনপুর দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির  ব্যাস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম, ও ব্যাস্থাপনা পরিচালক মো: নূরুল ইসলাম প্রমুখ।

দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের  প্রথম স্থান পাওয়া চারটি  শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে চারটি বাই সাইকেল তুলে দেন এবং  কৃতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থীদের হাতে কলম, ক্রেস্টসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের শিক্ষক  মোঃ আশরাফুল ইসলাম।
أحدث أقدم