সন্ধ্যায় ছাত্রদলের বিজয় দিবস উপলক্ষে পুষ্প অর্পণ



তৌসিফ আহাম্মেদ তন্ময় , জাবিপ্রবি ক্যম্পাস প্রতিনিধি,  জামালপুর:
মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে জাতির সূর্যসন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভ  পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ফারাবি শাকিল, যুগ্ন আহবায়ক–১ আমির হামজা, যুগ্ন আহবায়ক–২ ইকরাম হোসাইন, যুগ্ন আহবায়ক আদিবা হক মিল। এছাড়াও উপস্থিত ছিলেন সাখাওত হোসেন জিকু, হুমায়ুন কবীর, জাকিব, মামুন এবং শাকিল রকি।

শ্রদ্ধা নিবেদনকালে আহবায়ক  মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
أحدث أقدم