জামালপুর পৌরশহরের বাগেরহাটা গ্রামে মাদক ইভটিজিং কিশোরগ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধ সভা অনুষ্ঠিত



মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক:
আজ শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ- ২-৩০ মিঃ জামালপুর সদর পৌরসভার ১১ নং ওয়ার্ডের অন্তর্গত  বাগেরহাটা গ্রামে শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে বাগেরহাটা যুব সমাজের উদ্যোগে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং এর বিরুদ্ধে সমাজের গুণী,গণ্যমান্য, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এক প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সুশীল সমাজ বক্তব্যে বলেন, বাগেরহাটায় মাদকের ব্যবসায়ী ও মাদক সেবীদের উৎপাত চরমে পৌঁছেছে যা সমাজ ব্যবস্থাপনার অবক্ষয় কিছু অসম্প্রদায়িক সংখ্যালঘু সম্প্রদায়ের উগ্রপন্থীদের দারায় সমাজ আজ বিপর্যয়ে। ছোট, বড়, পাড়ার মহল্লার ছেলে মেয়ে,কিংবা স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী কেউ রেহাই পাচ্ছে না এই কিশোরগ্যাং এর নির্যাতনের  হাত থেকে। কে বা কারা এই উগ্রপন্থী কিশোরগ্যাং এর মদত দাতা তা আজো অজানা, জে বা যারা এই অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বা মদত দিচ্ছেন  তারা কেউই  বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা সমাজ ব্যবস্থা কে মানে না তারা দেশ ও জাতির শত্রু তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

এমন অবস্থায় চলতে থাকলে আগামী প্রজন্মের বিপর্যয় ঘটবে একটি সমাজ, একটা জাতি, ধ্বংসের দিকে যাবে, মেরুদণ্ডহীন হয়ে পড়বে একটা জাতি , পিছিয়ে পর্বে শিক্ষাব্যবস্থা, সামাজিকতা, ও সমাজ ব্যবস্থাপনা। তাই দূরত্ব মাদক,ইভটিজিং, কিশোরগ্যাং এর নির্মূল করতে হবে,তাই সুশীল সমাজ ও সকল পেশাজীবী মানুষেরা জেলা প্রশাসকের এবং জেলা পুলিশ সুপার ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছেন যেন প্রতিটি মানুষের জানমালের রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বাগেরহাটা যুব সমাজ।
أحدث أقدم