বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই ঐক্য বকশীগঞ্জ এর ব্যানারে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাদী হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
মিছিল শেষে এসময় বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ সুমন, সরকার রাসেল, আমির হোসেন, বায়জিদ আলামিন, সা'দ আহমেদ রাজু, লাদেন আকন্দ, খন্দকার কাজল প্রমুখ। বক্তারা হাদী হত্যার খুনিকে দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি সারাদেশের চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
