পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

 





পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : মো. আরফান আলী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও প্রবাসফেরত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছবীর হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাকটর মোজাম্মেল হক, পীরগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মেহনাজ তাবাসসুম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা হৃদয় রায়সহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, বিদেশে গিয়ে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করলে প্রবাসীরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দক্ষতা ও প্রশিক্ষণ ছাড়া বিদেশ গমন করলে নানা ধরনের প্রতারণা ও ঝুঁকির মুখে পড়তে হয়। তাই বিদেশ যাওয়ার আগে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ এবং সরকারি অনুমোদিত মাধ্যমে বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভায় আরও বলা হয়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।





أحدث أقدم