এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া


মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

বি, এন, পি, চেয়ারপার্সন,  সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী,  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন,  রাজশাহী মহানগর লিবারেল ডেমোক্রাটিক পার্টি (এল, ডি,পি, ) । রাজশাহী মহানগরীর কাঠালবাড়িয়া মোড়ে ঈদগা মাঠে এই দোয়া মহফিল এর আয়োজন করা হয় । এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের এল, ডি,পির, সাধারণ সম্পাদক,  মো: ওয়াহেদুজ্জামান ( ডাবলু), জনাব,  জুয়েল, কাঠাল বাড়িয়া মসজিদের ইমাম,  সহ, এলডিপির, স্থানীয় নেতৃবৃন্দ,  এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আপাময় সাধারণ জনতা ।

দোয়া মহফিলের আগে অল্প কিছু আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।  বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য ,  বাংলাদেশের উন্নয়নে জন্য কাজ করছেন।  তিনি ৩ বার বাংলাদেশের প্রধান মন্ত্রী ছিলেন । আজকে তার আশু রোগ মুক্তির জন্য সকল শ্রেণী পেশার মানুষে দোয়া করেছেন । মহান আল্লাহ যেন দ্রুত তাহাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসেন ।

Post a Comment

নবীনতর পূর্বতন