মোঃ আহসান হাবীব সুমন, জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর পৌর শাখার অন্তর্গত ৫ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ আজ (মঙ্গলবার) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
কর্মী সমাবেশ এর উদ্বোধন করেন শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী।
৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হুদা'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক আকন্দ (রিমন) এর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।
সমাবেশে অন্যানের মধ্যে জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি মোঃ শহিদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ শফিউর রহমান শফি বক্তব্য রাখেন।
জামালপুর শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান মমিন ও মোঃ নজরুল ইসলাম মুক্তা, জেলা তাতী দলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি, শ্রমিক দল, কৃষক দল, তাতী দল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন