মো: তোছাদ্দেকুর রহমান মিদুল, লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাটে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে পদোন্নতি পাওয়ায় ০২ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানান। এসময় তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট, আরও-১, রিজার্ভ অফিস, লালমনিরহাট-সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন