কামরুল হাসান (নাগেশ্বরী)
৯ ডিসেম্বর ২০২৫।
কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক পৃথক মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে ইয়াবা,ফেন্সিডিল,ইস্কাফ সিরাপ সহ এক চোরাকারবারি যুবক আটক ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা বিওপি’র বিজিবি সদস্যরা ত্রিমোহোনী নামক এলাকায় অভিযান চালিয়ে তারেক হোসেন (১৮) নামের এক চোরাকারবারি যুবককে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অন্যদিকে সোমবার ( ৯ ডিসেম্বর) রাত ১১ টায় ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা উপজেলার কদমতলা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ১৪ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল ইস্কাফ সিরাহ জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলসহ সামগ্রীর সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ৮৭ হাজার ৪০০ টাকা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন