ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ি জব্দ



মো: তোছাদ্দেকুর রহমান,  লালমনিরহাট প্রতিনিধি। 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে বাগভান্ডার বিওপির একটি বিশেষ টহলদল পূর্ব ভোটহাট এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি চালান পাচারের চেষ্টা চলছে। টহলদল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব শাড়ির সিজার মূল্য ধরা হয়েছে ২৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় জড়িত চোরাচালানচক্রকে শনাক্তে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন,

“আন্তঃসীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে চোরাচালানবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানান এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

বিজিবির দাবি, সফল এই অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন