মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের উপর সচেতনতা বাড়াতে গ্রীন ভয়েস—জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এর আয়োজনে বিশেষ ষ্টুডেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক।
তিনি পরিবেশ রক্ষায় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্যোগকে সাধুবাদ জানান।ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রাশিদুল ইসলাম প্লাস্টিক দূষণের ঝুঁকি ও বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি ও গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তৌসিফ আহমেদ সংগঠনের লক্ষ্য ও পরিবেশবান্ধব জীবনযাত্রা প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাউজিয়া ফারিহা তার বক্তব্যে পাটের ব্যাগ, কাগজের মোড়ক, কাঁচের বোতলসহ পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী ও “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”–এর সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক প্লাস্টিক দূষণ মোকাবিলায় যুবসমাজের ভূমিকা এবং বৈশ্বিক প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা একবার ব্যবহার্য প্লাস্টিকের পরিবেশগত ক্ষতি সম্পর্কে আরও সচেতন হয় এবং সমাজের বৃহত্তর পরিসরে এই বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

একটি মন্তব্য পোস্ট করুন