জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী দিবস পালিত: স্থাপিত হলো স্মৃতিস্তম্ভ



‎​নিজস্ব প্রতিবেদক, জাবিপ্রবি:
‎​বিজয়ের মাত্র দু’দিন আগে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর শোকাবহ দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিনম্র শ্রদ্ধায় ও গভীর দেশাত্মবোধের সঙ্গে পালন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)। এ বছর দিবসটির তাৎপর্যকে চিরস্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে।

‎​প্রতি বছরের ন্যায় এবারও নানান কর্মসূচির মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র‍্যালি, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভা।

‎​প্রধান অতিথি ​দিনের কর্মসূচির শুরুতে নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এরপর এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

‎​তিনি বলেন, "শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের বর্তমান বুদ্ধিজীবীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য বুদ্ধিজীবী দিবস জাতীয় চেতনার দিবস হিসেবে কাজ করে। পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসররা জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল, কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।"

‎​প্রধান আলোচক মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, "এই বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে অম্লান হয়ে থাকবে। আমরা আশা করি, এই দিনটি প্রতিটি বুদ্ধিজীবীর মনে দেশের জন্য সবকিছু ত্যাগ করার মানসিকতা জাগিয়ে তুলবে এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে।"

‎​সম্মানিত অতিথি হিসেবে রেজিস্টার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী ও সভাপতি হিসেবে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদিকুর রহমান শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

‎​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নবীনতর পূর্বতন