যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত



নাগেশ্বরী প্রতিনিধি (কামরুল হাসান):
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধে শেষে  ১৬ ডিসেম্বর  বাংলাদেশ স্বাধীন হয়।পরের বছর থেকে এই স্বাধীনতাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি  ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো  মহান  বিজয় দিবসের কুচকাওয়াজ। 

নাগেশ্বরী উপজেলা  নির্বাহী অফিসার জনাব শারমিন জাহান লুনা ওনাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ জনাব  আব্দুল্লা হিল জামান,৭১এর  রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সরকারি অফিসারবৃন্দ,শান্তি শৃঙ্খলার  অতন্দ্র প্রহরী নাগেশ্বরী  থানা পুলিশ ও নাগেশ্বরী উপজেলার  আনসার ভিডিপির সদস্যবৃন্দ,রাজনৈতিক ব্যক্তি বর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার   সাংবাদিকবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কুচকাওয়াজ ও মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতার শুভ সুচনা হয়।

অনুষ্ঠানের রীতি অনুসারে উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন জাহান লুনা ও নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ হিল জামান জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করলে নাগশ্বরী থানা পুলিশ ও নাগেশ্বরী উপজেলা আনসার- ভিডিপি একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা  নির্বাহী অফিসার মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সহ কুড়িগ্রামের কৃতি সন্তান তারামন বিবির নাম উল্লেখ সহ জুলাই যোদ্ধাদের স্মরণ করেন।তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানের অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও খাবার বিতরণ করেন ।

বিভিন্ন বয়সি ছেলে ও মেয়েদের মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরণ করে ঐতিহ্যবাহী মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নবীনতর পূর্বতন