মহান বিজয় দিবসে জামালপুর জেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও জনসমাবেশ অনুষ্ঠিত



মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান
মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে উৎসবমুখর পরিবেশে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিজয় র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। র‍্যালীতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

র‍্যালী শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য এমপি প্রার্থী, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন তাঁর বক্তব্যে বলেন, “১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। কিন্তু আজ সেই অর্জন বারবার বাধাগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের শপথ নেওয়ার দিন—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার দিন। তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জনগণের শক্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য সকল নেতাকর্মীকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে যাচ্ছে। বক্তারা আগামী দিনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় জামালপুর জেলা বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নবীনতর পূর্বতন