বকশীগঞ্জে নিয়োগ বিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

 




বকশীগঞ্জ প্রতিনিধি

২০২৪ সালের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টানা ১০ দিনের কর্মবিরতি কর্মসূচি শুরু করেন।

প্রথম দিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, আশরাফ আলী ও পরিবার কল্যাণ পরিদর্শিকা পলি আক্তার। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে কাজ করলেও তারা ন্যায্য পদোন্নতি, বেতন কাঠামো ও নতুন নিয়োগ বিধি বাস্তবায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় দাবি আদায়ে বাধ্য হয়েই কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মবিরতির কারণে সেবা কার্যক্রমে ব্যাপক স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলার জন্মনিরোধক বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে দম্পতিদের সেবা প্রদান, শতভাগ জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম এবং কিশোর-কিশোরীদের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

অংশগ্রহণকারীদের মধ্যে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আবারও পরিবার পরিকল্পনার গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হতে পারে।





Post a Comment

أحدث أقدم