জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবদুল মালেক হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবদুল মালেক হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় মেরুরচর ইউনিয়নের বাগাডোবা গ্রামে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা কৃষক আবদুল মালেক হত্যার সঙ্গে জড়িত সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নিহতের পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে এসময় নিহত কৃষকের ভাই আসলাম আলী, ছেলে খোরশেদ আলম, মাহফুজা বেগম, আব্দুস ছালাম, মোফাজ্জল হোসেন ও ফরিদ মিয়া বক্তব্য রাখেন।
স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত।
এর আগে গত ২১ নভেম্বর বিকালে মরিচ ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে মেরুরচর ইউনিয়নের বাগাডোবা গ্রামের আবদুল খালেকের ছেলে কৃষক আবদুল মালেককে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে আহত করে একই গ্রামের দুদু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, বিদুৎ মিয়া, তারা মিয়া, সিয়াম সহ অনেকেই। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই দিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আসলাম আলী।

إرسال تعليق