লালপুরে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে প .প কর্মীদের কর্মবিরতি



লালপুর(নাটোর) প্রতিনিধি : 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী ,  ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের  নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে লালপুর উপজেলায় কর্মরত কর্মীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রবিবার ( ২ ডিসেম্বর)  উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী সমন্বয়ে গঠিত জাতীয় পরিষদের আহ্বানে সারা দেশের মতো লালপুরেও এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ে কর্মরতদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সনজিৎ কুমার,  মো. রুবেল আলী , পরিবার কল্যাণ সহকারী সুফিয়া খাতুন প্রমুখ।

অবিলম্বে নিয়োগ বিধি বাস্তবায়ন করে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার দাবি করেন আন্দোলনরত কর্মীরা।

Post a Comment

أحدث أقدم