মির্জাপুর উপজেলা যুবলীগের সদস্য ফেরদৌস আলম পাহাড়ীকে গ্রেপ্তার



জাহাঙ্গীর আলম,  মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের সদস্য ফেরদৌস আলম পাহাড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মঙ্গলবার বিকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফেরদৌস আলম পাহাড়ী তেলিপাড়া গ্রামের সুলতান মিয়ার (নবা) ছেলে। 

জানা গেছে, গত ৪ আগস্ট জেলার নাগরপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মসূচি চলাকালে হামলা চালানো হয়। এই ঘটনায় নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মির্জাপুর থানার হিমেলের চোখ অন্ধ হওয়ার মামলার আসামী হিসেবে কারাভোগ করে জামিনে মুক্তি পান যুবলীগ নেতা ফেরদৌস আলম পাহাড়ী। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার ফেরদৌস আলম পাহাড়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নবীনতর পূর্বতন