লালমনিরহাট ডিসি অফিসে ৩৯ জন স্টাফ নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে প্রেস ব্রিফিং



লালমনিরহাট প্রতিনিধি:
মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় স্হানীয় মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে লালমনিরহাট ডিসি অফিসে ৩৯ জন স্টাফ নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে এবং অবিলম্বে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল করে। পূর্ণরায় নিয়োগ পরীক্ষার দাবীতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে।  চাকুরী প্রত্যাশীদের পক্ষে. মোছাঃ সুমাইয়া আক্তার তিসা। তিনি জানিয়েছেন, নিয়োগ পরীক্ষা বাতিল করা না হলে রংপুর  বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম  ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচীর  ঘোষণা দেন।

উল্লেখ যে,  গত ৫ ডিসেম্বর থেকে হরিজন সম্প্রদায়ের লোকজন নিয়োগ বাতিলের জন্য বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে।  তাদের দাবী সুইপারের চাকুরী, সুইপার কে দিতে হবে। 
মো: তোছাদ্দেকুর রহমান মিদুল, লালমনিরহাট।
أحدث أقدم