মির্জাপুর জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ

 


জাহাঙ্গীর আলম, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

মঙ্গলবার উপজেলার জামুর্কী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হৃদয় আহমেদ জামুর্কী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। 

ওই ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ছাত্রলীগ নেতা হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকে  টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

أحدث أقدم