মরহুমা হাবিবা খাতুন এর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল :

 


লালমনিরহাট প্রতিনিধি

    ২২ জানুয়ারি সকাল ১১.০০ টায় হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ( বড়বাড়ী),লালমনিরহাটে মরহুমা হাবিবা খাতুন এর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা,মিলাদ  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আলোচনায় মরহুমার  নাতি আহনাফ হাবিব ইনতিসার,  দাদির  স্মৃতিচারণ করেন এবং লেখা কবিতা পড়ে শোনান। মরহুমার বড় ছেলে লাভলু, 

মা-বাবার অবদানের কথা উল্লেখ করেন।  সমাপনী আলোচনায় সাবেক উপমন্ত্রী, লালমনিহাট জেলা বিএনপি'র সভাপতি অধ্যহ্ম আসাদুল হাবিব দুলু বলেন, 

আমাদের মা সাহিত্যকর্ম এবং  লেখাপড়ায় আগ্রহী ছিলেন। সেই সময়ে তিনি  রংপুর সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ে লেখাপড়া করতেন। মায়ের লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছে ছিলো,  সেই ব্রিটিশ আমলে। মায়ের ইচ্ছায় শিক্ষকতা পেশায় আমিও  এসেছি। অত্র বড়বাড়ী এলাকায় আমরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি।  এখন সুযোগ এসেছে, ভবিষ্যতে শিক্ষার  বড় বড় প্রতিষ্ঠান এই এলাকায় স্থাপন করবো। আমার বাবা যখন শহীদ হয়েছিলেন, তখন  এগারো ভাই বোন ছাত্র-ছাত্রী ছিলাম। অভিভাবক শূন্য একজন মা আমাদের অনেক আদর সোহাগ দিয়ে লালন পালন করেছেন, এটাতো একটা ইতিহাস ।


أحدث أقدم