মো. আরফান আলী :
ঠাকূরগাঁওের পীরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার ২২ জানুয়ারী পীরগঞ্জ উপজেলা সভাকক্ষে গ্রাম আদালত ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছবীর হোসেন এর সভাপতিত্বে গ্রাম আদালত
আলোচনা সভায় অংশগ্রহণ করেণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত তারা ইয়াসমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের জানুয়ারী- ২৫ হতে ডিসেম্বর-২৫ এর গ্রাম আদালতের মামলা উপস্থাপন করা হয়, ইউ আর টি মেম্বারদের নিয়মিত গ্রাম আদালত পরিদর্শন এর বিষয়ে বিশেষ ভাবে জোর দেওয়া হয়, উন্মুক্ত আলোচনায় গ্রাম আদালতকে কী ভাবে আরো গতিশীল করা যায় সে বিষয়ে চেয়ারম্যান গণকে কাছে মতামত নেওয়া হয়।।
