লালপুরে ইত্তহাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ :

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পদ্মার চরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৪ জানুয়ারি) লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চরে রসুলপুর আশ্রয়ণে শীতার্তদের মাঝে লালপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল খাঁ শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি ও সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোতালেব রায়হান, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার লালপুর উপজেলা সভাপতি মাষ্টার আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষক আবু হাসান, দেলবার হোসেন প্রমুখ।

লালপুরের মহেশপুর, দিয়াড় শংকরপুর , বিলমাড়ীয়া ও নাগশোষা গ্রামে ২ শ জনকে কম্বল দেয়া হয়েছে।

ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সালাহ্ উদ্দিন বলেন, আমরা প্রতি বছর শীতের সময় শীতবস্ত্র, রমজানের সময় ইফতার সহ ঈদ সামগ্রী,গরিব অসহায় শিক্ষার্থীদের সহায়তা সহ নানা মানবিক কর্মসূচি করে থাকি।

أحدث أقدم