মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
সভায় জেলা প্রশাসক জামালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রকৌশলীগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দের নিকট থেকে জেলার নানাবিধ সমস্যা, মতামত ও প্রস্তাবনা সম্পর্কে অবগত হন। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাঁদের নিজ নিজ দপ্তরের সমস্যা ও মতামত উপস্থাপন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক উত্থাপিত সমস্যাসমূহ নিরসনে বাস্তবধর্মী ও কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, কার্যকর সমন্বয় ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের মাধ্যমেই জেলার টেকসই উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
উক্ত সভায় জেলার সকল সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ, প্রকৌশলীগণসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
