জাহিদ হাসান লিমন জাতীয় পার্টির প্রার্থী



মো: তোছাদ্দেকুর রহমান মিদুল, লালমমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট সদর–০৩, সংসদীয় আসন–১৮ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো: জাহিদ হাসান লিমন জাতীয় পার্টির চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই সম্মান ও আস্থার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।  পাশাপাশি লালমনিরহাট সদর–০৩ এর সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী ও কর্মীদের প্রতি রইল হৃদয়ভরা ধন্যবাদ জানান। 

"উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণ"—এই তিন অঙ্গীকারকে সামনে রেখে জনগনের  পাশে থাকতে চান।

জাহিদ হাসান লিমন আরও বলেন,  আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।
লালমনিরহাটের উন্নয়ন—আমাদের সম্মিলিত অঙ্গীকার।
আপনাদের সঙ্গে নিয়েই আগামীর পথচলা।
নবীনতর পূর্বতন