নিজস্ব প্রতিনিধি:
৩১ ডিসেম্বর ২০২৫, (বুধবার) জামালপুর সদর উপজেলার ফুলবাড়ীয়া কদমতলা সাকিনস্থ তুষার হোটেলের পিছনে “ডাঃ কামাল আনছারী” নামক বাড়ীর সামনের রাস্তায় আজ বিকেল ৫ টায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালক ও জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (পারভেজ) এবং সাংবাদিক মমিনুর রহমান পল্লব গুরুতর আহত হন। গুরুতর আহত পল্লব বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, ভুক্তভোগী মমিনুর রহমান পল্লব ওই এলাকায় একটি বসতবাড়ি ও জমি ক্রয় করেন। অভিযোগ রয়েছে—স্থানীয় একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার বাড়ি দখল করে রাখে এবং বিপুল পরিমাণ চাঁদা দাবি করে। নিরীহ মানুষকে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগের সত্যতা যাচাই এবং মানবাধিকার বিষয়ক তদন্তের জন্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
অভিযুক্ত হামলাকারীদের মধ্যে রয়েছে মো: মনোয়ার হোসেন মনু মিয়া (৪৫), মোছাঃ রানি বেগম (৩৮), মোহাঃ রিনা বেগম (৪৮), মোছাঃ হেলেনা বেগম (৫৮), মোছাঃ রফেজা বেগম (৫০), মোঃ লিখন (৩৫), মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) সহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের ফোনে বলেন,
“ঘটনার বিষয়ে আমি অবহিত রয়েছি। ইতোমধ্যে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক ও সচেতন মহল।
