শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধিঃ
বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় আজ বুধবার দুপুরে (২১ জানুয়ারি) বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুঃস্থ পাহাড়ী শীতার্তদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)'র মহাপরিচালক দিক নির্দেশনায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার তালাংহুবপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া, মারমা পাড়া এবং সালছড়া পাড়া এলাকার শীতার্তদের মাঝে ১২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় সর্বদাই পাশে রয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রুমা ব্যাটালিয়ন কর্তৃক এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
