মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় গোড়াই সাউথইস্ট কর্মী নিহত

  



জাহাঙ্গীর আলম,  প্রতিনিধি  মির্জাপুর টাঙ্গাইল

 টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়ান (২৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ (৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সারে ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ফ্লাইওভারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

রিয়ান টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বারকুড়িয়া গ্রামের পিন্নু মিয়ার ছেলে বলে জানা গেছে। সে গোড়াই সাউথ ইস্ট কারখানার কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সারে ৭টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। মহাসড়কের দেওহাটা ফ্লাইওভারের কাছে পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা আলোকিত মধুপুর নামে যাত্রীবাহী বাস মহাসড়ক ছেড়ে ধীরগতির লেনে ঢুকে পড়ে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নিহত ব্যক্তি গোড়াই সাউথ ইস্ট কারখানায় চাকরি করেন। ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।

নবীনতর পূর্বতন