আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি:
লালপুরে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতে ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) সহকারি কমিশনার ( ভূমি) মোঃ আবির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল খাঁ"র সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ( যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান, নাটোরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মো: মুনজুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাঃ শাহিনা খাতুন , নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া, বাগাতিপাড়া উপজেলার সমাজসেবা অফিসার গণ , ছায়া প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমান প্রমুখ।
