মো: তোছাদ্দেকুর রহমান ,
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
"ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার" প্রতিপাদ্যে পেশাদার গাড়ীচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ ২০২৫-২০২৬ অনুষ্ঠিত
হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লালমনিরহাট সার্কেল,লালমনিরহাটের আয়োজনে উক্ত রিফ্রেসার প্রশিক্ষণে, দুর্ঘটনা প্রতিরোধে গাড়ী চালানোর সময়ে চালকদের প্রতি শৃংখলাতার সঙ্গে সড়ক আইন মেনে চলার প্রতি আহবান জানিয়ে,বক্তব্য রাখেন -বিআরটিএ,লালমনিরহাট সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান ও ট্রাফিক বিভাগ (প্রশাসন),লালমনিরহাটের পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান।
প্রশিক্ষণকালে পেশাদার ড্রাইভারবৃন্দ ও বিআরটিএ লালমনিরহাট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
