পীরগঞ্জে অনুমোদনহীন ছাগল জবাইয়ের জন্য জরিমানা।

 


মো. আরফান আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে সেনুয়া বাজার সৌরাস্তা এক কসাই কে পাঁচ হাজার টাকা ভ্রামমান আদালত মাধ্যমে জরিমানা করা হয়েছে। তথ্য জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রাণী সম্পদ কর্তৃক কোন পশুদের স্বাস্থ্য পরীক্ষা না করে জবাই করা হতো, যার ফলে ২৬ জানুয়ারী সোমবার ভ্রামমান আদালত বসে। অভিযুক্ত কসাই নাম সবুজ আলী(৩৬), পর্বতী একই ধরণের কাজ করা হলে জরিমানা পরিমাণ দ্বিগুণ করা,  উভয় দন্ড করা হবে বলে ভ্রামমান আদালত শর্তক করেণ। পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন -২০১১ মোতাবেক, আইন লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে।  ভ্রামমান আদালত পরিচালনা করেণ সহকারী কমিশনার (ভূমি)  এস এম ইসফাকুল কবীর। সঙ্গে ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.  রণজিৎ চন্দ্র সিংহ,  প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. সানজিদ হাসান ও পুলিশ ফোর্স। 

উল্লেখ্য থাকে যে, এখানে প্রতহ্য ৫০- ৬০ টি ছাগল জবাই করা হতো। ঢাকার রাজধানীতে এই ছাগলের মাংস সরবরাহ করা হচ্ছে।

أحدث أقدم