রুমায় পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা বিএনপিতে যোগদানের কথা সত্য নয়।



 শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি।

বান্দরবানের রুমায় বিএনপিতে যোগদানের কথা  মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা। 

মঙ্গলবার সকালে একটি হোটেলে ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা এ কথা জানিয়েন।

এ প্রতিবেদককে' তিনি বলেছেন পাড়ার নিয়ম-কানুন ও সামাজিকতা রক্ষায় বান্দরবান ৩০০আসনে বিএনপি'র সাংসদ প্রার্থী সাচিংপ্রু জেরীকে সম্মান জানিয়ে ফুলের মালা দিয়েছি মাত্র। এই ফুলের মালা দেয়াকে কেন্দ্র করে একটি মহল সামাজিক ফেসবুকে বিএনপিতে যোগদান করেছে বলে প্রচার ও প্রকাশ করেছে।  বিএনপিতে যোগদানের কথা একদম সত্য নয়। তিনি বলেন আমি কোন দলের সদস্য নয়, আমি স্বতন্ত্র ও নিরপেক্ষ। কোন দলের তালিকাভুক্ত সদস্য নয়। এসময়ে কোন রাজনৈতিক দলের কোথাও তাঁর নাম খুঁজে পাবেন না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

 তিনি বলেন, সাচিংপ্রু জেরী বান্দরবান বোমাং সার্কেলে ১৫তম প্রয়াত রাজা অংশৈপ্রু চৌধুরী মেজ পুত্র। তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির মনোনীত একজন সাংসদ প্রার্থী। নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে গত সোমবার (২৬ জানুয়ারি) বান্দরবান থেকে রোয়াংছড়ি হয়ে রুমা উপজেলা সদরে যান। পথে পড়ে চাঁন্দা হেডম্যান পাড়া। আমি একজন এ পাড়ার স্থায়ী বাসিন্দা এবং ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

চেয়ারম্যান উহ্লামং মার্মা এর ভাষ্য মতে, মৌজা হেডম্যানসহ পাড়ার লোকজন তাঁকে অনুরোধ করে  জানিয়েছেন, বোমাং সার্কেলের রাজপুত্র সাচিংপ্রু  জেরী তাঁর আগমনে সম্মান জানিয়ে পাড়াবাসী পক্ষ থেকে সমাজের রীতিনীতি অনুসারে সংবর্ধনা দিতে ফুলের মালা দিতে হবে। পাড়াবাসীর কথায় সামাজিকতা রক্ষা করতে সম্মান জানিয়ে রাজপুত্র সাচিংপ্রু জেরীকে ফুলের মালা দিয়েছি। 

তবে ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদানের প্রশ্নই উঠে না। 

 চেয়ারম্যান উহ্লামং মার্মা বলেন তার সম্মানকে ক্ষুন্ন করা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার হীন উদ্দেশ্যে ফুলের মালা দেয়ার ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়ে অপপ্রচার চালিয়েছে একটি মহল। এ ধরনের হীন মনস্ক কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

أحدث أقدم