লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে মাদক উদ্ধার




মোঃ তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ

সোমবার ১৯ জানুয়ারী ২০২৬ ইং তারিখ গভীর রাতে  লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন সিরাজুল মার্কেট সংলগ্ন নামক স্থানে জেলা গোয়েন্দা শাখার একটি টিম চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করাকালীন একটি কাভার্ড ভ্যানকে সিগনাল দিলে সিগনাল অমান্য করলে ডিবি লালমনিরহাট গাড়িটিকে ধাওয়া দিলে ডিবি লালমনিরহাট সদস্যরা গঙ্গাচড়া থানা রংপুর এলাকায় ঢুকে পড়ে, একপর্যায়ে ডিবি সদস্যরা ৫ নং লক্ষিটারী ইউনিয়ন থানা গঙ্গাচড়া জেলা রংপুর এর সামনে রাস্তায় ব্রেঞ্চ ফেলে বেরিগেড দেয়।গাড়িটি বেরিগেড ভেঙ্গে একটি বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা দেয়। একপর্যায়ে ড্রাইভার গাড়ি ছেড়ে অন্ধকারে পালিয়ে যায়। ডিবি লালমনিরহাট ও গঙ্গাচড়া থানাপুলিশ গাড়ির মালামাল জব্দ করে নেয়।
লালমনিরহাট ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ জানান,  ওই বিশেষ অভিযান চালিয়ে ইস্কাপ ১৭৯ পিচ, ফেন্সিডিল ৫৫৪ পিচ ও ফেয়ারডিল ১৬৬ পিচসহ মোট ৮৮৫ পিচ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।  তবে এ বিষয়ে গঙ্গাচড়া থানায় মাদক আইনে  মামলা দায়ের করা হয়েছে। 
أحدث أقدم