পোস্টাল ভোট দিতে এমপিও ভুক্ত শিক্ষকরা ২৫শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন


মো জাকির হোসেন, চাটখিল উপজেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকুরীজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটার গণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এমপিও ভুক্ত শিক্ষকরাও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ২৫ শে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন ( ইসি)থেকে গণমাধ্যমে দেয়া এ সংক্রান্ত এক বার্তায় একথা বলা হয়েছে। 

ইসি বার্তায় বলা হয়েছে  ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত  ভোটার নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটার গণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। 

এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে হবে। এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানিয়েছে (ইসি) নির্বাচন কমিশন।
নবীনতর পূর্বতন