মির্জাপুরে মাদক মামলায় তিনজনের ছয় মাসের কারাদণ্ড



জাহাঙ্গীর আলম, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক তিনটি মামলায় তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মির্জাপুর উপজেলার পোস্টকামুরী সওদাগরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ। অভিযানে তিনজনকে দোষী সাব্যস্ত করে পৃথক মামলায় প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ইউসুফ (২০), পিতা আব্দুল আজিজ, গ্রাম: পোস্টকামুরী মধ্যপাড়া; মো. রবিউল ইসলাম (৩২), পিতা মৃত শরফ আলী, গ্রাম: পোস্টকামুরী সওদাগরপাড়া এবং মো. রাশেদ (৩৭), পিতা মৃত মটর আলী, গ্রাম: পোস্টকামুরী সওদাগরপাড়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও ক্রয়-বিক্রয় প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নবীনতর পূর্বতন