জামালপুরে পুকুরে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ, পুলিশ উদ্ধার

 


নিজস্ব প্রতিবেদক 

জামালপুরের মাদারগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নিশ্চিন্তপুর সরকার বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সদ্য জন্ম নেওয়া নবজাতকের মরদেহ এক থেকে দুই দিন আগে পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

أحدث أقدم