নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সম্মানিত আজীবন সদস্য, জামালপুর জেলা যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান, কিবোর্ড বাদক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তি মোঃ জাকিউল ইসলাম খান (টিপু)-এর অকাল মৃত্যুতে জামালপুরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা শাখার ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান জিলানি এবং জেলা যুব রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের যুব প্রধান জনাব মোঃ ইফতেখার আলী শাহ ফকির মুরাদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, সাবেক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীরা।
মোঃ মাহবুবুর রহমান জিলানি তাঁর বক্তব্যে বলেন, "টিপু ভাই ছিলেন রেড ক্রিসেন্ট পরিবারের একজন অমূল্য সদস্য। তিনি মানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার অন্তহীন ত্যাগ ও নিষ্ঠা আমাদের সকলের জন্য দৃষ্টান্ত। তার অকাল প্রয়াণ আমাদের জন্য এক বড় ক্ষতি। আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করে মানবসেবায় অঙ্গীকারবদ্ধ থাকব।”
জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মুরাদ বলেন, "টিপু ভাই শুধু একজন কর্মঠ সংগঠকই ছিলেন না, তিনি মানবতার এক নিঃস্বার্থ সন্তান। রেড ক্রিসেন্টের জন্য তার অনন্য অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।”
শেরপুর জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আলমগীর হোসেন বলেন, "টিপু ভাই আমাদের একজন আদর্শ সৈনিক ছিলেন। মানবসেবায় তার প্রতিটি কাজ আমাদের দেখিয়েছে কিভাবে নিঃস্বার্থভাবে সেবা করা যায়।”
জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আশরাফুল বুলবুল বলেন, "তার অকাল প্রয়াণে আমরা শোকাহত। তার আদর্শ ও কর্মযজ্ঞ আমাদের অনুপ্রাণিত করবে চিরকাল।”
দোয়া মাহফিলে এছাড়াও জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির প্রয়াত আজিজ ও আওয়াল-এর জন্য দোয়া করা হয়।
মরহুম জাকিউল ইসলাম খান (টিপু) শুধু একজন সংগঠকই ছিলেন না, তিনি মানবতার এক নিবেদিত সন্তান ছিলেন। দুর্যোগকালীন সেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কাজে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রেড ক্রিসেন্টকে সুসংগঠিত ও কার্যকর রাখতে তিনি যে নিরলস পরিশ্রম করেছেন, তা সংগঠনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করেছেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে রেড ক্রিসেন্ট পরিবারসহ পুরো জেলা শোকাহত হয়েছে। দোয়া মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়াও মানবসেবার পথে তাঁর দেখানো আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
