পুলিশ ও জনগণের সেতু বন্ধনে নাগেশ্বরী থানার আয়োজনে ওপেন হাউস ডে পালিত

 


কামরুল হাসান (নাগেশ্বরী প্রতিনিধি ) 

মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সামাজিক অসংগতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগেশ্বরী থানার উদ্যোগে ওপেন হাউস ডে পালিত হল। 

পুলিশের কার্যক্রমকে জনবান্ধবে রূপান্তর করতে এবং পুলিশ সেবা জনগণের দুয়ারে পৌঁছে দেয়ার লক্ষ্যে ওপেন হাউস ডে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করে। এই বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে নাগেশ্বরী থানার হলরুমে ওপেন হাউস ডে পালিত হলো।


নাগেশ্বরী ও ফুলবাড়ী থানার সার্কেল অফিসার 

এএসপি জনাব গোলাম মোর্শেদ , ভুরুঙ্গামারি ও কচাকাটা থানার সার্কেল অফিসার এএসপি জনাব মুনতাসির মামুন মুন,ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ জনাব আজিম উদ্দিন,নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ ও ওপেন ডে হাউসের সভাপতি জনাব আব্দুল্লা হিল জামান উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নাগেশ্বরী পৌর আমির জনাব নজরুল ইসলাম,ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলার উপদেষ্টা জনাব আজাহার বিএসসি, জামায়েতী ইসলাম নাগেশ্বরী পৌর আমির জনাব আব্দুল মান্নান,জাতীয়তাবাদী দল বিএনপি নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক গোলাম রসুল রাজা,বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি।  

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত ব্যক্তিবর্গ সমাজের বিভিন্ন সমস্যার কথা উত্থাপন করেন। এসব প্রশ্নের মধ্যে বিশেষত্ব ছিল নাগেশ্বরী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব খাইরুল হোসেনের অভিজ্ঞতা বিনিময়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা তার বক্তব্যে বলেন, আমরা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো মানুষের উপর জুলুম ও নির্যাতন করতে চাই না এবং জুলুম ও নির্যাতন সহ্য করবো না। তিনি আরো বলেন, ফ্যাসিস্টের বলির পাঠা যেন সাধারণ ও নিরীহ মানুষ না হয়।অপরাধীর কোন সংগঠন বা দল নেই, অপরাধীর পরিচয় অপরাধী । 

এই ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সদস্যরা বলেন, আপনারা নির্বিঘ্নে অপরাধীদের তথ্য আমাদেরকে দিয়ে দিন আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব এবং আপনাদের পরিচয় গোপন রাখবো। তারা বলেন আমরা সরকারের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করি।সন্তানদের বিনা প্রয়োজনে বাহিরে চলাফেরা না করার পরামর্শ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ সম্পূর্ণ করার লক্ষ্যে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

أحدث أقدم