নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা মদ উদ্ধার করা হয়। পুরো অভিযানটি পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ পলাশ মিয়া (৪২)। তিনি দেওয়ানগঞ্জের পাথরেরচর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১১০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় হুইস্কির বাজারমূল্য কয়েক লাখ টাকা।
ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন,
“মাদক ব্যবসার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে এসব মদ দেশে আনা হচ্ছিল। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মামলায় গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।"
পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন,"জামালপুরে মাদক বা অপরাধের কোনো স্থান নেই। জনগণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
