প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) মোঃ জাকির হোসেন
দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা এবং বিদ্যমান সাইবার সুরক্ষা আইন লঙ্ঘন করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এ সতর্কতা জারি করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, উসকানিমূলক পোস্ট, গুজব ছড়ানো, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে এমন কোনো মন্তব্য বা কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ। এসব নিয়ম ভঙ্গ করলে শুধু আচরণবিধি লঙ্ঘনই নয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনা বাস্তবায়নে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। সাইবার সুরক্ষা আইনে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও জানানো হয়েছে।
