নিজস্ব প্রতিবেদক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা সীমান্তে যৌথ টাস্কফোর্সের অভিযানে ২৫ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল ইসলাম।
অভিযানকালে ঝাউডাঙ্গা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফরমান আলীর নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য এবং দেওয়ানগঞ্জ থানার ৩ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা মেট্রো ন-১২-০৮৬২ নম্বরের একটি মিনি পিকআপ তল্লাশি করে ৫,১৩১ মিটার ভারতীয় ‘থান কাপড়’ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। জব্দকৃত কাপড় মূলত শার্ট ও পাঞ্জাবি তৈরিতে ব্যবহৃত হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, কাপড়গুলো রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে রৌমারী সুন্দরবন কুরিয়ার সার্ভিস পয়েন্ট থেকে শেরপুরের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা ছিল। অভিযানের সময় দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জে কে উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা কাপড় ও গাড়ি আইনানুগ প্রক্রিয়ায় শুল্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
