মো: জাকির হোসেন, চাটখিল ,নোয়াখালী উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন যুবলীগের সদস্য মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায় কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগ যুবলীগ সদস্য মাসুদ রানাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ থাকায় এবং বর্তমান রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার একুশে ডিসেম্বর রাত ১১ টার দিকে তাকে চাটখিল পৌরসভার ফতেপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় মাসুদ রানা বিগত ৫ই আগস্টেরপর থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল মুন্নাফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
