ইসলামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬



জামালপুর জেলা প্রতিনিধি: 

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিয়াস নামে এক কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদকে কর্মী-সমর্থকরা কুলকান্দি গ্রামে পৌঁছে দিয়ে ফেরার পথে মলমগঞ্জ বাজারে পৌঁছালে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর অনুসারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠে। হামলায় ফরহাদ গ্রুপের ছয়জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে পিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে হতাহত সম্পর্কে সঠিক তথ্য যাচাই করে বলা যাবে।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, “আমার কোনো লোক সেখানে যায়নি। যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন